প্রশ্ন : আসসালামু আলাইকুম…..আশা করি ভাল আছেন ভাই আমি বিগত তিন সাড়ে তিন মাস যাবৎ নামাজ পড়তেছি কিন্তু মাঝে আমি তাহাজ্জুদ নামাজ এবং আল্লাহর যিকির করছি সপ্তাহখানেক কিন্তু আমি যখন থেকে তাহাজ্জত নামাজ পড়ি আমার মোবাইলে এলার্ম দেওয়া থাকে কিন্তু আমি তারপরও উঠতে পারিনি আমি ফজর নামাজ ও মাঝে মাঝে কায়দা করে ফেলিশয়তান আমাকে বাধা দিচ্ছে সেটা বড় কথা নয় আমি এখন বেশি বেশি আল্লাহর জিকির করি আমার ঈমান মজবুত করার আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু ঈমান মজবুত করতে গিয়ে আমার কিছু সমস্যা হচ্ছেনাম্বার 1… হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং প্রিয় বন্ধু আমরা সবাই আমি প্রতিদিন এশার নামাজের পর দশবার দুরুদ শরীফ পড়ি কিন্তু বেশ কিছুদিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে আমি মুখ দিয়ে বলতে চাই না কিন্তু মনের অজান্তে এবং মনের ভেতর নবীর বিরুদ্ধে কথা চলে আসে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু তার থেকে মুক্তি পাচ্ছিনা আমি কি করলে সেটা থেকে মুক্তি পাব দয়া করে জানাবেননাম্বার 2 এই বিশ্বব্রহ্মাণ্ড জানা-অজানা ছোট বড় সাত আসমান সাত জমিন সকল কিছুর মালিক আল্লাহ একত্ববাদী খোদা তিনি সবকিছুর মালিক আমি গর্বিত আমি মুসলিম সন্তানআমি আগে এতটা জিকির করতাম না কিন্তু আমার এক বড় চাচাতো ভাই আমাকে বলছে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে তাতে নাকি ঈমান মজবুত হয়কিন্তু আমার মনের অজান্তে আল্লাহর নামে অনেক খারাপ চিন্তা ধারা চলে আসে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার যতদূর ধারণা আমারই বেশি আমলের কারণে শয়তান আমাকে বাধা দিচ্ছে সেটা থেকে আমি কি করে মুক্তি পাবো দয়া করে জানাবেনএখন আমার করনীয় কি? আমি কি করলে সেটা থেকে মুক্তি পাবো মাঝে মাঝে মনে হয় এসব কথা ভাবার আগে মৃত্যু হলে আমার অনেক ভালো হতো।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354