প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি একজনের সাথে বলি যে, তুমি যদি ৫০টি মিষ্টি খেতে পারো তাহলে বিল আমি দেবো আর না পারলে তুমি ৫০টি মিষ্টির বিল দিবে, যা বাকী থাকবে তা আমি খাবো, এটা কি জায়েয হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, এটা জায়েয হবে না। এটা স্পষ্ট জুয়ার অন্তর্ভুক্ত।–সূরা বাকারাহ, আয়াত নং ২১৯; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৬৮৭