প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। সূদী ব্যাংকে চাকরি করলে কি আমার আয় হারাম হবে? ২। কোন আত্মীয়র সাথে রাগ করে কথা না বললে অথবা কোন কারণে খোজ খবর না নিলে আমি কি আত্মীয়তা ছিন্নকারীর দলে অন্তর্ভুক্ত হবো? ৩। পূর্বে কারো টাকা আত্মসাত করলে বা চুরি করলে ঐ টাকা তাকে মিথ্যা বলে বা অন্য কোন উপায়ে ফেরত দেওয়া যাবে কিনা? কেননা সত্য বললে লজ্জিত হতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হ্যাঁ, অবশ্যই হারাম হবে। এটা তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর।- সূরা বাকারাহ, আয়াত ২৭৯; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৭; সুনানে নাসায়ী, হাদীস নং ৫১২০

২। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দলে অন্তর্ভুক্ত হবেন। হাদীস শরীফে কারো সাথে তিনদিনের অধিক কথাবার্তা বন্ধ রাখার ক্ষেত্রে জাহান্নামের কঠিন হুমকি এসেছে। তবে দ্বীনী কোন কারনে হলে ভিন্ন কথা।–সহীহুল বুখারী, হাদীস নং ৬০৭৬

৩। যে কোন ভাবে উক্ত লোককে টাকাটা পৌঁছিয়ে দিলেই হবে। দেওয়ার পর তাকে এটা বলা জরুরী নয় যে, আমি এগুলো চুরি করেছিলাম। বরং হাদিয়া বা গিফট বললেও কোন অসুবিধা নেই। তবে সত্য কথা বললে এবং নিজের ভুল স্বীকার করে নিলে তা অনেক উত্তম।–রদ্দুল মুহতার ৫/৯২; ফাতাওয়া মাহমূদিয়া ১৮/৪২৫

Loading