প্রশ্ন : আসসালামু আলাইকুম, রাস্তার পাশে সিনেমার পোষ্টার লাগানো হয়, উক্ত পোষ্টার ছিড়ে ফেললে কি (আমানতের খেয়ানত) গুনাহ হবে? আর পোস্টার লাগানো হয় মুলত সরকারী দেয়ালে অথবা ব্যক্তি মালিকানায়। ব্যক্তি মালিকানায় যারা অনুমতি দিয়েছে- পোস্টার লাগানোর জন্য তাদেরটা ছিড়ার মাসআলা কি? আর যাদের দেয়ালে পোস্টার লাগানোর অনুমতি দেয়নি অথবা বিষয়টি জানে না তাদের পোস্টার ছিড়ে ফেলার মাসআলা কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
উভয় ক্ষেত্রেই ছিড়ে ফেললে কোন গুনাহ হবে না ইংশাআল্লাহ। বরং ছাওয়াব হবে। তবে কখনো ছিড়তে গেলে বড় ধরণের ফিতনায় পড়ার আশংকা থাকলে সেক্ষেত্রে না ছিড়াই ভাল।–আল বাহরুর রায়েক ৩/৯৪; রদ্দুল মুহতার ১৫/৩০২ (শামেলা)

Loading