প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আমি হজে যেতে চাই? একটি প্রশ্নোত্তরে দেখলাম আপনি আগামী বছর হজে যাচ্ছেন? আমার খুব ইচ্ছা আপনার সাথে হজ করব। আপনি আগামী বছর গেলে কোন এজেন্সিতে যাবেন এবং সুবিধা অসুবিধা বিস্তারিত জানালে উপকৃত হতাম।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, আল্লাহ তাআলার মেহেবানীতে আগামী বছর ইংশাআল্লাহ যাচ্ছি। হ্যাঁ, আপনি চাইলে আমার সাথে হজে যেতে পারেন। ৩,৩০০০০ টাকার প্যাকেজ (কুরবানী সহ)। এরা মক্কা মদীনায় খুব কাছাকাছিই রাখে। মক্কায় মিসফালায় কবুতর চত্বরের সাথেই আর মদীনায় ঢাকা হোটেলে। আর এয়ারলাইনস সাউদিয়া। একটি বড় সুবিধা বলতে পারেন, আমি সফরসঙ্গীদের কায়েদা থেকে কুরআন শরীফ পর্যন্ত শিক্ষা দিই। পাশাপাশি জরুরী মাসাইল। এজেন্সির নাম বললাম না। কেননা এতে অনেকেই ভিন্ন একটি ব্যবসা মনে করতে পারেন। তাই আপনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। শুকরিয়া।