প্রশ্ন : নাপাক জায়গায় কাপড় পড়ে গেলে সেই কাপড় পরে কি নামায হবে?

উত্তর :

নাপাকী শুকনা হলে আর তা কাপড়ে (ঝাড়া দেওয়া বা অন্য কারণে) না লেগে থাকলে নামায উক্ত কাপড়ে সহীহ হবে। তবে নাপাকী তরল হলে তিনবার ধৌত করা ব্যতীত তাতে নামায সহীহ হবে না।- হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা নং ১৬১

Loading