প্রশ্ন : হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত। আমার মনে এটা আসে যে আমি যদি মাথা সামনের দিকে হালকা ঝুকাই কিংবা সামনের দিকে নাড়াই তবে কোন নির্দিষ্ট ব্যক্তির নাম মনে আসত যে তাকে রুকু করছি। এরপরে আমি মাথা সবসময় সোজা রাখতে চাইতাম।কিন্তু পরে জানলাম এটা ওসওয়াসা। এরপর থেকে যখনই ঐ চিন্তা আসে আমি তাতে পাত্তা না দিয়ে সবসময়ই মাথা সামনের দিকে ঝুকাই এবং যেভাবে মনে চায় সেভাবেই ঝুকাই যাতে ওসওয়াসা চলে যায় কিন্তু এই নিয়তে নয় যে তাকে আমি রুকু করছি। সেই মাথা ঝুকানো অবস্থায় মনে এই ওসওয়াসা আসে যে আমি তাকে রুকু করছি কিন্তু এই ওসওয়াসা আমি পাত্তা দেই না। এভাবে কি কোন সমস্যা হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
সালামের কথার পূর্বে দিতে হয়। কাজেই “হুজুর আসসালামু আলাইকুম” না বলে আগে সালাম দিলে সুন্নাত যথাযথভাবে আদায় হত।
না, এতে কোন সমস্যা হবে না। আপনি উক্ত ওয়াসওয়াসার প্রতি কোন ভ্রুক্ষেপ করবেন না। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354