প্রশ্ন : মাননীয় মুফতী সাহেব, আসসালামু আলাইকুম। হুজুর কেউ যদি অজ্ঞাতসারে কুফুরী শব্দ বলে ফেলে তাহলে কি তার ঈমান চলে যাবে নাকি বহাল থাকবে? আর বিবাহিত হলে তার বিবাহ কি বহাল থাকবে নাকি বিচ্ছেদ হয়ে যাবে? কোরআন হাদীসের আলোকে দলীলসহ জানালে কৃতজ্ঞ থাকবো।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
কি কুফরী শব্দ বলেছে তা জানার পরেই উত্তর দেওয়া সম্ভব। কাজেই উচ্চারিত শব্দগুলো লিখে পাঠালে উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।