প্রশ্ন : জনাব আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমার মামার কোন সন্তান নেই। আপন ভাই নেই। আছে আমার মামা আর আমার মা। এখন প্রশ্ন হচ্ছে আমার মা মামার সম্পত্তি তার বোন কতটুকু পাবে? আর মামার চাচাতো ভাইয়েরা কতটুকু পাবে? সম্পত্তির বিবরণ 38% একটু দয়া করে ক্লিয়ার করে জানালে উপকৃত হব। আমি আবারও বলতেছি ভাইয়ের যদি সন্তান না থাকে তাহলে তার স্ত্রী কতটুকু পাবে এবং তার বোন কতটুকু পাবে আর তার চাচাতো ভাইয়ের কতটুকু পাবে? একটু ক্লিয়ার করে বলবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
শরীয়তের হুকুম হল কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে দাফন-কাফন সমাধা করা হবে। অতঃপর অবশিষ্ট সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে। এরপর তার কোন বৈধ অসিয়ত থাকলে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে তা পূরা করা হবে। এরপর অবশিষ্ট সম্পদ কুরআন সুন্নাহ অনুযায়ী তার ওয়ারিশগণের মাঝে বণ্টন করা হবে।
সেমতে উপরোক্ত তিনটি কাজ বাস্তবায়নের পর আপনার মামার অবশিষ্ট সমূদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিম্নোক্ত ভাবে বণ্টন করা-
আপনার মামি পাবেন শতকরা ২৫ ভাগ।
আপনার মা পাবেন শতকরা ৫০ ভাগ।
আর আপনার মামার চাচাত ভায়েরা পাবেন শতকরা ২৫ ভাগ।
উপরোক্ত হুকুম আপনার নানা নানী কেউ জীবিত না থাকলে। আর তারা কেউ জীবিত থাকলে পুনরায় প্রশ্ন করে জেনে নিবেন।
সূত্রসমূহঃ সূরা নিসা, আয়াত ১১, ১২; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৮; আদ্দুররুল মুখতার ৬/৭৭০