প্রশ্ন : কুকুর কামড়ানো প্রানি খাওয়ার বিধান কি?
উত্তর :কুকুর কামড়ানোর পর যদি প্রাণীটি জীবিত থাকে তবে তা জবাই করে খাওয়া বৈধ হবে। আর যদি কামড়ানোর দ্বারা মারা যায় তাহলে তা খাওয়া বৈধ নয়।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৪৯৬; কিতাবুল আছার ২/৬৯৫; আল-বাহরুর রায়েক ৮/৪০৯; শরহু মুখতাসারুত ত্বহাবী ৭/২৫৪