প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার জীবনের অনেক নামায কাযা হয়েছে। তা দৈনিক আদায় করার চেষ্টা করছি, সাথে সাথে দৈনিকের সুন্নাত ও নফল ছাড়তে মনে চাচ্ছে না। কিন্তু কাযা নামায আদায় করার দরুন সময়ের অভাবে সুন্নত ও নফল প্রায়ই ছুটে যায়। তাই নিম্নের কিছু প্রশ্ন করলাম যাতে একই সাথে কাযা+নফল আদায় হলে আমার আর চিন্তা থাকতো না। যেমন ১। নফল একই নামাযে কয়েক রকম নিয়ত করা যায়, কিন্তু কাজা ফরজ নামাযে একই নামাযে কয়েক রকম নিয়ত করলে হবে কি? ২। ফরজ কাযা+সুন্নাতঃ যোহরের জীবনের প্রথম চার রাকাত ফরজ কাযা নামায+আজকের যোহরের চার রাকায়াত সুন্নাতে মুয়াক্কাদা। ৩। ফরজ কাযা+নফল: জীবনের প্রথম ফজরের দুই রাকাত ফরজ নামায কাযা+ আজকের দুই রাকাত চাশতের নামায? ৪। শুধুই ফরজ কাযার নিয়ত করলাম কিন্তু অন্য নামাযের নিয়ত না করে উক্ত নফলের (আওয়াবীন, চাশত, এশরাক, তাহাজ্জুদ, আসরের চার রাকাত গায়রে মুয়াক্কাদা ইত্যাদি) সময়ের মধ্যে যদি পড়ি তাহলে কি ফরজ কাযা ও নফল আদায় হবে? {আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন আপনাকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ বানিয়ে দেন}
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩+৪। না, ক্বাযা নামাযের সাথে অন্য কোন নফল নামাযের নিয়ত করা যাবে না। প্রশ্নের সকল সূরতেই শুধু ক্বাযা নামায আদায় হবে। অন্যান্য নফল নামায আদায় হবে না।–আদ্দুররুল মুখতার ৩/৩৬৭ (শামেলা)