প্রশ্ন : ১। শেয়ার বাজারে বিনিয়োগকৃত টাকার যাকাত ফেসভেলুর উপর হবে নাকি বাজার মূল্যের উপর হবে? ২। মোবাইল বা কোন ইলেক্ট্রনিক যন্ত্রের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা? ৩। কোরবানীর সাথে আকীকা দেওয়া হাদীস সম্মত কিনা?
উত্তর :১। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/article/%e0%a6%b6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4/
২। না, ছাওয়াব হবে না। ছাওয়াব হবে না দ্বারা উদ্দেশ্য হল, কুরআন শরীফ তিলাওয়াত শ্রবনের নির্ধারিত ছাওয়াব পাওয়া যাবে না। কেননা রেকর্ড করে রেখে দেওয়ার পর পরবর্তীতে বাজালে তা তিলাওয়াতের সংজ্ঞায় পড়ে না। তবে এটি একটি মুবাহ কাজ। ভালো নিয়তে শুনলে বা আমলের নিয়তে শুনলে বা শিক্ষা গ্রহনের নিয়তে শুনলে তিলাওয়াত শ্রবনের নির্ধারিত ছাওয়াব ব্যতীত ভিন্ন ছাওয়াব হবে।
আর সরাসরি সম্প্রচার হলে বা সরাসরি মোবাইল অথবা রেডিওতে (live) শুনলে তিলাওয়াত শ্রবনের নির্ধারিত ছাওয়াব পাওয়া যাবে।
৩। হ্যাঁ, কুরবানীর সাথে আকীকা দেওয়া যায়।- ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০;রদ্দুল মুহতার ৬/৩৩৫