প্রশ্ন : লঞ্চে জামাআতে সালাত আদায় করার সময় লঞ্চ এমনভাবে ঘুরে গেল, যাতে কিবলা ঠিক রাখতে গেলে ইমাম পিছনে চলে যাবে আর মুসল্লী আগে চলে আসবে। এক্ষেত্রে কী করনীয়?
উত্তর :লঞ্চে নামায আদায় করার সময় যখনি লঞ্চ কিবলার দিক থেকে ঘুরতে শুরু করবে সাথে সাথে ইমাম ও মুসল্লীগনও কিবলার দিকে ঘুরতে থাকবেন। কিন্তু যদি জায়গার সংকীর্ণতার কারনে বা জামাআত বড় হওয়ার কারনে কিবলামুখী হওয়াটা সম্ভব না হয় অথবা নামাযে বিশৃঙ্খলার সৃষ্টি হয় (যেমন কিবলামুখী হতে গিয়ে মুক্তাদী ইমামের সামনে চলে যায়) সেক্ষেত্রে করণীয় হল নামায ছেড়ে দিয়ে কিবলামুখী হয়ে পুনরায় জামাআত শুরু করবে।
উল্লেখ্য যে, লঞ্চ বা জাহাজ সাধারনত একমুখী হয়েই চলতে থাকে। তাই নামায শুরু করার আগে এ বিষয়টি লক্ষ রাখবে যে, লঞ্চ বা জাহায এখন এমন বাক নিবে কি না যাতে নামাযে বিঘ্ন সৃষ্টি হয়। যদি বাক নেয়ার আশংকা থাকে তাহলে একটু অপেক্ষা করে লঞ্চ ও জাহায সোজা চলা শুরু করলে তবেই নামায শুরু করবে।–বাদায়েউস সানায়ে ২/৫৭৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; মাবসূতে সারাখসী ১/২২৯; আদ্দুররুল মুখতার ২/২৮৪-৮৬; ফাতাওয়া কাজীখান ১/৬১