প্রশ্ন : আসসালামু আলাইকুম, স্বপ্নটি হল: আমাকে সেই এলাকার বড় ব্যাক্তি ভাবা হয় যেইটা আমি কিছুটা বুঝতে পারছি… আমার উপর একটা দায়িত্ব একজন আমাকে রিক্সা দিয়ে বার বার ঐ জায়গায় নিয়ে যায়। রিক্সাটা ছিল কিছুটা ঘোড়ার গাড়ির মত উচু… আর যেই যায়গায় নিয়া গাড়িটা রাখে ঐখানে একটা চিঠির বাক্স থাকে ঐটাই আমার জন্য একটা চিঠি থাকে। আর রিক্সা ওয়ালা বলে আপনি আপনার দায়িত্ব পালন করেন। মানে এক কথায় আমাকে অনেক সম্মান করে। আর চিঠিটা নিয়ে তাড়াতাড়ি চলে আসতে হয়.. আজ দেখলাম যে ঐখানে কোন মারামারি হইতেছে (যদিও স্পষ্টত না) তখন ঐ রিক্সাওয়ালা আমাকে ঐ জায়গায় রাইখা পালাচ্ছে। আর আমি যাইতে পারছি না। যদি ব্যাখ্যাটা বলতেন উপকার হত। এটা আমি ২-৩ বার দেখছি মনে হচ্ছে।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
উক্ত স্বপ্নের মাধ্যমে ইসলামের দাওয়াত এবং আল্লাহর রাসূলের সুন্নাত বেশি বেশি প্রচার প্রসারের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। কাজেই তা গুরুত্বের সাথে আঞ্জাম দিতে থাকুন।
আর দুনিয়ার ধন, সম্পদ এবং মর্যাদা আপনার সাথে কবরে কিছুই যাবে না এবং আপনি সেখানে একাকী থাকবেন। থাকবে কেবল আপনার নেক আমল এটা বুঝানো হয়েছে।