প্রশ্ন : আসসালামু আলাইকুম, প্রিয় হুজুর, বিয়ের নিয়তে, মেয়ের মাহরামের উপস্থিতিতে মেয়ের সাথে কথোপকথন কি জায়েয? যদি সেটা সরাসরি না হয়ে কোনো হোয়াটস অ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ এ হয় তাহলে কি জায়েয? দয়া করে একটু জানান।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, মেয়ের মাহরামের উপস্থিতিতে মেয়ে দেখার দিন প্রয়োজনীয় কথাবার্তা জায়েয। অনুরূপভাবে মেয়ে দেখার পরেও জরুরী প্রয়োজনে মাহরামের উপস্থিতিতে জরুরী কথা হতে পারে। আর সেটা মোবাইলের মাধ্যমেও হতে পারে। তবে বিবাহের পূর্বে অপ্রয়োজনীয় কথাবার্তা বা প্রায়ই মেয়ের সাথে আলাপচারিতা সম্পূর্ণ নাজায়েয।–সূরা আহযাব, আয়াত নং ৩২