প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার পড়া লেখা শেষ হইছে ২ বছর হল। আমি চাকুরী খুজতেছি বর্তমানে। আজকে NSI এর চাকরির বিজ্ঞপ্তি দিছে। আবেদন করার শেষ সময় ২৬ আগস্ট। দয়া করে নিচের প্রশ্ন গুলা এর দ্রুত উত্তর দিলে আমার জন্য খুবই উপকার হবে আবেদন করার ক্ষেত্রে সিধান্ত নিতে। জাযাকুমাল্লাহ খায়ের ১। কোনো দেশের গোয়েন্দা সংস্থা যেমন বাংলাদেশের NSI এগুলোতে জব করার ক্ষেত্রে ইসলামিক শরীয়াহর রুলিং কি? ২। NSI (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) তে সহকারী পরিচালক পদে চাকুরী করা কি বৈধ? ৩। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী /নেভি সেনাবাহিনী /বিমান সেনাবাহিনী তে চাকুরী করা কি বৈধ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। তারা সাধারণত অপরাধের বিষয়ে তদন্ত করে থাকে এবং জনগণের স্বার্থ নিয়ে কাজ করে। কাজেই তাতে চাকরি করা বৈধ। শর্ত হল অযথা কাউকে হয়রানি না করা চাই।
৩। হ্যাঁ, এগুলোতেও চাকরি করা বৈধ।