প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার আম্মু স্বপ্নে দেখেছে, অনেকেই নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য অনেক আনন্দের সাথে কুরবান হচ্ছে। সেখানে আমার ছোটখালা আছে। আর আমার খালার গলা আমার আম্মু কাটবে। তো আমার খালা গলা টানটান করে দিয়েছে আর আম্মু ভাবছে কিভাবে কাটবো? এর মধ্যে একজন এসে খবর বলছে, আমার আম্মুর গলা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কাটবেন। তাই আম্মু খুশি হয়ে গেছেন আর ভাবছেন তার মানে আমার গলা কাটতে দেরি আছে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এর দ্বারা সন্তুষ্টচিত্তে (অর্থাৎ ইখলাছের সাথে) সুন্দর পশু কুরবানী করতে উৎসাহিত করা হয়েছে।

Loading