প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর, আমরা অনেক সময় গাড়ির ড্রাইভার দের মামা ডাকি। আমিও আগে ডাকতাম কিন্তু এখন ভাই অথবা কাকা ডাকি। আবার অনেক সময় বন্ধুরা দুষ্টামি করে শালা, সমন্ধি ডাকে অথবা অনেকের বদ অভ্যাস এর কারনে বলে। এভাবে ডাকলে কি গুনাহ হবে,যদি আমি মনে কষ্ট না পাই।
উত্তর :মামা, চাচা, ভাই ডাকতে তো কোন সমস্যা নেই। তবে শালা, সুমন্ধি সাধারানত প্রচলনে গালি বা লাঞ্চনা এর জন্য ব্যবহার হয়। এজন্যই সম্ভ্রান্ত কাউকে এগুলো বলা দোষনীয় মনে করা হয়। তাই এগুলো থেকে বিরত থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো মুখে ফাহেশা কথা আনতেন না। ঠাট্টা বা তামাশার ছলেও না।–সহীহুল বুখারী, হাদীস নং ৬০৩১