প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি ওয়াসওয়াসায় আক্রান্ত। আমার মনের মাঝে রাসুল সাঃ এবং আল্লাহ সম্পর্কে আজেবাজে চিন্তা আসে তবে এর আগে এই সংক্রান্ত উত্তর আমি আপনার ওয়েবসাইট থেকে পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী কাজ ও করেছি। তবে ইদানিং শয়তান নতুনভাবে কি যেন করছে। সেদিন রাতে আমার মনে হাদিস নিয়ে সংশয় বা সন্দেহ ঢুকে গেছিল কিন্তু আমি কুরান – হাদিস বা ইসলামের সকল বিষয়ে ইচ্ছা করে কোন সংশয় আনতে চাইনা। কিন্তু কেন জানি বারবার সন্দেহ আসতে থাকে আমি একেক সময় নিজ সজ্ঞানে হাদিসের সত্যতা মনে মনে খুজে বেড়াতে থাকি আবার নিজ অজান্তেও অনেক সময় সত্যতা খুজে বেড়াতে থাকি। এরকম হওয়ার পর তাওবাও করেছিলাম সেদিন। কিন্তু আমি এইসব সংশয়,সন্দেহ,ওয়াসওয়াসা মনে আনতে চাইনা। আমি মুমিন হয়েই মারা যেতে চাই। আর ইসলামের ছায়াতলে থাকতে চাই। তাই আমার প্রশ্ন হল আমি কি কাফের হয়ে গেছি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
নিম্নোক্ত লিঙ্কের প্রশ্নোত্তরটি দেখলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354