প্রশ্ন : অপারগ হয়ে কাউকে ঘুষ দিয়ে হজ্ব করার হুকুম কি? হাওয়ালা দিয়ে জানাবেন।
উত্তর :হ্যাঁ, যদি আসলেই অপারগ হয়ে দেওয়া হয় অর্থাৎ ঘুষ না দিলে হাজী সাহেবের পক্ষ থেকে কোন ত্রুটি না থাকা সত্ত্বেও হজে যাওয়া অসম্ভব হয় অথবা হজের কার্যক্রমে ব্যাঘাত হয় তবে দেওয়া জায়েয। উল্লেখ্য যে, ক্ষেত্রবিশেষে ঘুষ দেওয়া জায়েয কিন্তু ঘুষ নেওয়া সর্বাবস্থায় হারাম।–রদ্দুল মুহতার ৫/৩৬২; আল বাহরুর রায়েক ৬/৪৪১