প্রশ্ন : ধরুন, আমার মা আমাকে সুদে টাকা উঠানোর জন্য বলল। কিন্তু আমি জানি সুদের গুনাহ এর কথা। এখানে আমার মায়ের চেয়ে আল্লাহকে বেশি ভালবাসতে হয়। কিন্তু আমি দুনিয়াবী কোন স্বার্থের উদ্দেশ্যে যদি মাকে ভালবেসে সুদে টাকা উঠাই তাহলে এখানে মাকে বেশি ভালোবাসা হয়ে গেল। এটা শিরক যদি হয় তাহলে এটা কি বড় শিরক না ছোট শিরক? এতে কি আমি ঈমান হারা হয়ে যাব? আমি কি কাফের হয়ে যাব? আল্লাহর সাথে শিরক করা নিয়ে প্রতিনিয়ত এসব প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। প্লিজ প্লিজ প্রশ্নটার উত্তর দিবেন আমি মানসিকভাবে একটু শান্তি পাব।

উত্তর :

না, এতে ঈমানহারা হবেন না এবং এটা শিরকও না। তবে সূদী কারবারে জড়িত হওয়া অনেক বড় জঘন্যতম গোনাহের কাজ এবং ঈমানের জন্য ক্ষতিকরও বটে। আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। তাই খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করে নিবেন। আর যত দ্রুত সম্ভব এটা থেকে বেরিয়ে আসবেন। ভবিষ্যতে কখনো সূদী কারবারে জড়িত হবেন না।

Loading