প্রশ্ন : একজন ব্যক্তি ঘর বানানোর জন্যে ব্যাংকে টাকা জমা রেখে বাকিতে ইট ক্রয় করেছে ঘর বানানোর জন্যে। এখন ব্যাংকে জমাকৃত টাকার উপর কুরবানী ওয়াজিব হবে কি না?

উত্তর :

হ্যাঁ, যদি কুরবানীর তিনদিনের কোন একদিন তার নিকট ব্যাংকে জমাকৃত টাকাসহ অন্যান্য প্রয়োজন অতিরিক্ত সম্পদ মিলে নেসাব পরিমান সম্পদ থাকে তবে তার উপর কুরবানী ওয়াজিব হবে।-রদ্দুল মুহতার ৬/৩১২; বাদাউস সানায়ে ৪/১৯৬

Loading