প্রশ্ন : আমার সমস্যা হল, পায়খানা করার সময় কোথ দিলে বীর্জ বের হয়। এই বীর্জ বের হওয়ার সময় কোন উত্তেজনা অনুভব করিনা, বীর্জ সাদা, বীর্জে কোন গন্ধ নেই, স্বাভাবিক বীর্জের মত। তেমন আঠালো নয়। তবে অল্প আঠালো। আমার প্রশ্ন হল এই বীর্জ বের হলে কি আমার জন্য গোসল ফরজ হবে?

উত্তর :

না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী গোসল ফরজ হবে না।-আদ্দুরররুল মুখতার ১/১৬০, ১৬১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪, ১৫

Loading