প্রশ্ন : আসসালামু আলাইকুম, প্রশ্ন ১। নিয়ত এবং মান্নতের মধ্যে পার্থক্য কি? ২। বর্তমান প্রচলিত কোন কোন কথার দ্বারা মান্নত ওয়াজিব হয়? ৩। কোন ব্যাক্তির একটা ছাগল অসুস্থ হলে, সে নিয়ত করল আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে কুরবানী করবেন। এমতাবস্থায় এটা কি মান্নত হয়েছে কিনা? ৪। যদি মান্নত হয়ে থাকে তাহলে বয়স পুর্ন হওয়ার আগে এবং কুরবানীর দিনের পুর্বেই জবাই করতে পারবে কি না? প্রমান সহ জানাবেন, ধন্যবাদ
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। কেউ কোন কিছুর নিয়ত করলেই মান্নত হয় না। যেমন কেউ নিয়ত করল আমি এ বছর হজ করব। চাই সে মনে মনে নিয়ত করুক বা মুখে বলুক এটা মান্নত হবে না।
আর মান্নত হল, কোন কিছুর ব্যাপারে মৌখিকভাবে মান্নত শব্দ বললে তা মান্নত হয়। শুধু মনে মনে নিয়তের দ্বারা মান্নত হয় না। তবে যে কোন কিছুর মান্নত করলেই মান্নত হয় না। এর জন্য কিছু শর্ত রয়েছে। তা স্বল্প পরিসরে বুঝানো মুশকিল।
২। এটা একটা ব্যাপক প্রশ্ন। অল্প পরিসরে উত্তর দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট কোন বিষয় উল্লেখ করে প্রশ্ন করুন।
৩+৪। না, এ নিয়তের দ্বারা মান্নত হবে না।
সূত্রসমূহঃ বাদায়েউস সানায়ে ৬/৩৩৩; তাতারখানিয়া ৪/৪২