প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর আমার মুখে মাঝে মধ্যে ব্রণ হয়। কিন্তু আবার তা কিছু দিনের মধ্যেই ভাল হয়ে যায়। এর মাঝে সময়ে মাঝে মধ্যে অযুর সময় এগুলো ফেটে যায় তখন অনেক রক্ত ঝরে। অনেকক্ষন ঝরতে থাকে এমতাবস্থায় জামাআতও ছুটে যাওয়ার আশংকা থাকে। ১। এমন অবস্থা হলে কি আমি মাযূর গন্য হব? ২। আমার শরীরে অনেক এলার্জী এর জন্য কি কোনো আমল করতে পারি কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। ওয়াক্তের মধ্যে রক্ত বন্ধ হলে তখন উযূ করে নামায পড়বেন যদিও জামাআত ছুটে যায়। আর যদি রক্ত অনবরত এমনভাবে আসতে থাকে যে, নামাযের পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময়ও বিরতি হয় না, যার মধ্যে আপনি শুধু উযূর ফরজ অঙ্গগুলো ধুয়ে সংক্ষেপে ফরজ নামায আদায় করতে পারেন তবে আপনি মাযূর গণ্য হবে। পরবর্তী ওয়াক্ত সমূহে উক্ত ওযর একবার পাওয়া গেলেও আপনি মাযূর থাকবেন। পুরো ওয়াক্ত জুড়ে আসা জরুরী নয়। তবে কোন ওয়াক্তের মধ্যে যদি উক্ত ওযর একবারও দেখা না যা তখন আর মাযূর বলে গণ্য হবেন না। এরূপ ব্যক্তির হুকুম হল, সে প্রত্যেক নামাযের ওয়াক্তে নতুন উযূ করবে। ঐ ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার উযূ বহাল থাকবে অর্থাৎ উক্ত রক্তের কারনে তার উযূ ভঙ্গ হবে না। তবে উক্ত কারন তথা রক্ত ব্যতীত উযূ ভঙ্গের অন্য কোন কারন ঘটলে উযূ ভেঙ্গে যাবে।- ফাতাওয়া হিন্দিয়া ১/৪০; মারাকীল ফালাহ, পৃষ্ঠা ১৪৯
২। এই দুআ পড়তে পারেন-
اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ