প্রশ্ন : আসসালামু আলাইকুম,বাসায় অনেক সময় বাজার থেকে জ্যান্ত মাছ আনা হয়। শিং, মাগুর বা কই টাইপের মাছ সহজে মরে না। ঘরের মহিলারা এগুলো জীবন্তই কাটা শুরু করে দেয়। আবার অনেক সময় মাছের উপর লবণ ছিটিয়ে দেয় ফলে মাছ মারা যায়। এভাবে মাছ কাটা কি ঠিক?

উত্তর :

মাছ এমন একটা প্রানী যা জবাই করার প্রয়োজন হয় না। কাজেই তাজা মাছ কাটাতে অসুবিধা নেই।
আর যদি কেউ তাজা মাছ থেকে এক অংশ কেটে নেয় তার পর মাছ মারা যায় তাহলে উক্ত কাটা অংশ ও বাকী অংশ খাওয়াও হালাল। কেননা মরা মাছ খাওয়া জায়েয আছে।
আর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে মাছ কাটা উত্তম হবে এতে কোন সন্দেহ নেই। তবে যদি মাছ মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় বা পচে যাওয়ার আশংকা থাকে তবে তাজা থাকতে কাটাতে কোন অসুবিধা নেই। অনুরূপভাবে তার উপর লবন ছিটিয়ে দেওয়াতেও কোন অসুবিধা নেই।-সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৩১৪; হিদায়া ৪/৪২৭; মাওয়াহিবুল জালীল ৪/৩৪৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪৮৫

Loading