প্রশ্ন : অমুসলিমদের কাছে কোনো দুআ চাওয়া জায়েয আছে কি না অথবা কোনো অমুসলিমকে বলা “আমার জন্য দুআ কইরেন” এটা বলা যাবে কি না?

উত্তর :

কোন বিধর্মী বা কাফের যথা মুশরিক, হিন্দু, কাদিয়ানী, নাস্তিক, মুরতাদ এরা হল আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। সুতরাং এদের কাছে দুআ চাওয়া জায়েয হবে না।–সূরা নিসা, আয়াত নং ৮৯; আদ্দুররুল মুখতার ৬/৪১২; মাআরিফুল কুরআন ২/৫১২

Loading