প্রশ্ন : রাগের মাথায় দুই তালাক দিয়ে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে স্ত্রীকে গ্রহন করে। এর পর কথা কাটাকাটি হলে স্বামী স্ত্রীকে যদি বলে আর সংসারি করব না অথবা তুমি থাকো আমিই চলে যাব। এতে করে কি তিন তালাক পতিত হয়ে যাবে। নাকি স্ত্রী স্বামীর উপর বৈধ থাকবে। কিন্তু রাগ ঠান্ডা হলে স্বামী স্ত্রী আবার মিল হয়ে যায়।
উত্তর :না, প্রশ্নে বর্ণিত কথার দ্বারা কোন তালাক পতিত হয়নি। তবে আপনার এবং আপনার স্বামীর খুব সতর্ক থাকা জরুরী। কথাবার্তার ক্ষেত্রে খুব সংযত হওয়া কর্তব্য। নতুবা একটি কথাই সারাজীবন কান্নাকাটির কারণ হতে পারে। আপনার উচিত তিনি রাগান্বিত হলে আর কথা না বলা। কেননা কখনো আর একটি তালাক দিলে সংসার করার সুযোগ থাকবে না। আপনাদের উভয়েরই নিম্নোক্ত লিঙ্কের প্রবন্ধটি মনোযোগ দিয়ে পড়া উচিত-
http://muftihusain.com/article/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%97%e0%a6%a8/