প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। সুরা ফাতিহাতে “মালিকি ইয়াওমিদ্দিন” এর মালিক শব্দে মিমে খাড়া যবর আসায় এক আলিফ টান হবে। অনেকে এক আলিফ টান দিয়ে পড়ে আবার অনেক টান না দিয়ে পড়ে! কোনটা সঠিক? ২। দুই রকম পড়ার কারণ কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। দুটিই সহীহ। দুটি কিরাআতই মুতাওয়াতির সূত্রে বর্ণিত। আমাদের দেশে সাধারণত টান দিয়েই পড়া হয়।