প্রশ্ন : এক পুরুষ ছোট বেলায় তার চাচাতো ভাই এর ছেলে এবং মামাতো ভাই কে শাওয়াত এর সাথে কিস করে কয়েকবার। তারা একে অন্যর লজ্জাস্থান দ্বারা কিছু করে নি শুধু কিস করেছে একে অপরকে। শুধু একজন হস্তমৈথুন করেছে (যে তওবা করেছে সে) কিন্তু অন্যজনের শরীরের সাথে তার লজ্জাস্থান লাগায়নি শুধু শাহওয়াত নিয়ে কিস করেছে। একজন এখন তওবা করে দ্বীন সাধ্যমতো মানার চেষ্টা করতেছে। অন্যজন নামায পড়ে কিন্তু এই গুনাহ থেকে তওবা করেছে কি না তা ওপর জন জানে না। ১। এখন যে তওবা করেছে সে কি পবিত্র নারীকে বিবাহ করতে পারবে?২। তাদের এই গুনাহ এর জন্য দুনিয়াতে কি শাস্তির বিধান আছে ইসলামী শরিয়া মোতাবেক? তাদের কি তাও পেতে হবে নাকি শুধু তওবা করলে হবে? ৩। তারা কি এই গুনাহ এর জন্য সমকামী হিসেবে সাব্যস্ত হবে? যেহেতু তারা পায়ুপথে কিছু করেনি? ৪। আর যে তওবা করে নি সে কি পবিত্র নারীকে বিবাহ করতে পারবে? যদি সে তওবা না করে তাহলে কি তার বিবাহ বৈধ হবে? ৫। সঠিক তওবা এই গুনাহ থেকে কিভাবে করতে হবে? ৬। এর মাধ্যমে কি হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হবে?
উত্তর :১। পারবে।
২। তাওবাই যথেষ্ট।
৩। যা-ই হোক আল্লাহ তাআলা তাওবা করলে মাফ করে দিবেন ইংশাআল্লাহ।
৪। হ্যাঁ, পারবে।
৫। (ক) পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে।
(খ) ভবিষ্যতে উক্ত গুনাহ না করার পাক্কা ইরাদা করবে।
(গ) আল্লাহ তাআলার নিকট খালেছভাবে ক্ষমা চাবে।
৬। না।