প্রশ্ন : ১। হুজুর জামাতে নামাজ আদায়ের সময় আমি ৩-৪ বছর যাবত আত্তাহিয়্যাতু/তাশাহহুদ পড়িনি। জামাতে নামাজের সময় তাশাহহুদ পড়া যে ওয়াজিব তা আমি জানতাম না। এখন কি আমাকে ঐ নামাজগুলো আবার পড়তে হবে? আমি জানি ইমামের পিছনে মুক্তাদি কোন ভুল করলে তা ধর্তব্য হয় না। এখন কি আমাকে ঐ নামাজগুলো আবার পড়তে হবে? ২। রমজানে তারাবির নামাজের পর বিতের নামাজ জামাতে পড়ার সময় আমি দোয়া কুনুত পড়িনি। এখন কি সেগুলো কাযা করতে হবে? ৩। কাযা পড়তে হলে কিভাবে নিয়ত করব? 

উত্তর :

১+২+৩। নামাযের মধ্যে আত্তাহিয়্যাতু পড়া ওয়াজিব। আর যেহেতু আপনি ইমামের সাথে নামায পড়েছেন তাই ওয়াজিব ছুটে যাওয়ার কারনে আপনার নামায দোহরাতে হবে না।  কারন ইমামের পিছনে মুক্তাদীর ভুলে কোন ওয়াজিব ছুটে গেলে তার উপর সিজদায়ে সাহূ ওয়াজিব হয় না।

অনুরুপভাবে বিতিরের নামাযেও দোআ কুনুত পড়া ওয়াজিব। আর যেহেতু আপনি ইমামের পিছনে নামায পড়েছেন তাই ওয়াজিব ছুটে যাওয়ার কারনে আপনার নামায দোহরাতে হবে না।

নামাযের মাসআলা মাসায়েল সকলের জন্য জানা জরূরী। আপনার মাসআলা না জানার কারনে নামাযে তাশাহহুদ না পড়া অন্যায় হয়েছে, তাই আপনি আল্লাহর কাছে খালেছ দিলে তাওবা করে নিবেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮; বাদায়েউস সানায়ে ১/৪২০; রদ্দুল মুহতার ২/৮৫

Loading