প্রশ্ন : আসসালামু আলাইকুম! হজরত আমাদের গ্রামের অধিকাংশ মানুষ সুদকে ব্যবসা বানিয়ে নিয়েছে। এখন আমার প্রশ্ন হলো সুদখোরের বাড়িতে কি খানাপিনা করা যাবে? বিস্তারিত জানালে খুশি হতাম।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

যার বাড়িতে খাবেন তার অধিকাংশ ইনকাম হালাল হলে অথবা (অধিকাংশ হালাল না হলেও) হালাল থেকে খাওয়ালে খানাপিনা জায়েয। আর যদি অর্ধেক বা তার বেশি ইনকাম হারাম হয় অথবা যেটা খাওয়াবে সেটা হারাম থেকে খাওয়ায় তবে জায়েয হবে না।-ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২; কাযীখান ৩/৪০০

Loading