প্রশ্ন : কেঊ আমার কাছে টাকা পাবে বাট আমি কোনো কারনে দিতে পারলাম না৷ তাহলে কি আমি ওই টাকাটা কাউকে দান করে দিই তাহলে কি হবে?
উত্তর :মূল মালিক বা পাওনাদারকে পেলে সেক্ষেত্রে অন্যকে দিলে তা আদায় হবে না। তাকেই তা যে কোন ভাবে ফিরিয়ে দিতে হবে। যদি তার কোন হদিস না পান তবে তার ওয়ারিশদেরকে তা ফিরিয়ে দিতে হবে। আর তাদের কাউকে পাওয়া না গেলে মূল মালিককে ছাওয়াব পৌঁছানোর নিয়তে সদকাহ করে দিতে হবে।–রদ্দুল মুহতার ৫/২৩৫; ফাতাওয়া উসমানী ৩/১২০, ১২১