প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আমার প্রশ্ন হলো যাকাত দেয়ার সময় কখন? ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা? ২। আমি শুনেছি স্বর্ন এক বছর জমা থাকলে সেই জমাকৃত স্বর্নের ওপর উক্ত এক বছর পূর্ণ হওয়ার দিন যাকাত দিতে হয়। এটি কতটা সত্যি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। কোন ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে ঐ দিন থেকে নিয়ে চান্দ্র বছর অনুযায়ী যেদিন এক বছর পূর্ণ হবে সেদিন যাকাত ফরজ হবে। শর্ত হল যেদিন বছর পূর্ণ হবে সেদিনও নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। এই একবছর পূর্ণ হওয়ার পর অতি দ্রুত যাকাত আদায় করে দিতে হবে। ঈদুল ফিতর বা ঈদুল আজহা কোনটিই যাকাত আদায়ের সময় নয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে আপনি নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন।
http://muftihusain.com/article/%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be/
২। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঐ দিনের হিসাবেই যাকাত দিতে হবে। তবে দুই চারদিন সময় নিয়ে দিলে তাও হতে পারে। কিন্তু যাকাত ফরজ হওয়ার পরেও বিনা উযরে দেরি করা অন্যায়।