প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, আমার মামা ৩ বছরের চুক্তির ভিত্তিতে ঘর ভাড়া নিয়েছেন। ৩ বছরে তার ঘর ভাড়া আসে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা। কিন্তু উনি এক সাথে ১৪ লক্ষ টাকা দিয়ে ঘর নিয়েছেন। কারন শর্ত হচ্ছে তার টাকা হতে কোনো টাকা যেন কেটে রাখা না হয় অর্থাৎ তিনি ৩ বছর ফ্রীতে থাকবেন। আমার কথা হচ্ছে তার আদায়যোগ্য ভাড়ার টাকাটা কি না দিলে সুদ হিসেবে গন্য হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হ্যাঁ, উক্ত চুক্তিটি সম্পূর্ণ সূদী চুক্তি হয়েছে। উক্ত চুক্তি দ্রুত বাতিল করা জরুরী। সহীহ পদ্ধতি হল, ভাড়া নির্ধারণ করে নিবেন। এক্ষেত্রে ভাড়ার টাকা অগ্রিম নিতে পারেন। তবে ভাড়ার অতিরিক্ত না নেওয়া চাই। অর্থাৎ পাঁচ বছরের চুক্তি হলে কেবল পাঁচ বছরের টাকাই অগ্রিম নিবেন। এর বেশি নয়।

Loading