প্রশ্ন : আসসালামু আালাইকুম, ১।এস এম এস লিখে তিন তালাক দিলে তালাক হবে কি না? ২। আমার স্ত্রীর বিয়ের আগের কিছু অশ্লীল ভিডিও অথবা ছবি একজন পরপুরুষের কাছে সংরক্ষিত আছে, এখন আমি আমার স্থীকে কি করতে পারি? আর ইসলাম কি বলে একটু জানাবেন। প্রশ্ন টা ২ বার করার জন্য ক্ষমা চাইছি, অশান্তির কারনে একটু পেরেশান তাই।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, হয়ে যাবে।
২। নিম্নোক্ত লিঙ্কে এ ব্যাপারে আপনি বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=3468