প্রশ্ন : সাহরীর সময় 3:32 এ শেষ আর আমি ঘরিতে time ও দেখতেছি। তবুও খেয়ালের অভাবে অল্প পানি খেয়ে ফেলছি। এখন করণীয় কি? জাযাকাল্লাহ
উত্তর :সাহরির সময়সূচীতে সতর্কতামূলক কয়েক মিনিট (যা অধিকাংশ ক্ষেত্রে ৩/৫ মিনিট হয়) কমিয়ে দেওয়া থাকে। এখন যদি সেই সতর্কতামূলক সময়ের মধ্যে আপনার পানি খাওয়া পড়ে তবে রোযা হয়ে গিয়েছে।
আর তারও পরে পানি খেয়ে থাকলে রোযা হয়নি। উক্ত রোযা পরবর্তীতে ক্বাযা করতে হবে এবং ঐ দিন রোযার সন্মানে ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে। আর এটা বেখেয়ালিতে বা ভুলে হলে কাফফারা আসবে না। রোযার নিয়ত করার পরে সুবহে সাদিক হয়ে গিয়েছে স্পষ্টভাবে জানার পরেও ইচ্ছাকৃতভাবে পানাহার করলে ক্বাযার পাশাপাশি কাফফারাও ওয়াজিব হবে।
উল্লেখ্য যে, রোযার ক্ষেত্রে এমন উদাসীনতা ও অবহেলা না দেখান চাই।