প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। হযরত আমাদের এখানে তিনজন মিলে এতেকাফ করবে। প্রথম দুই জন তিন দিন করে পরের জন তিন দিন অথবা চার দিন থাকবে। এভাবে কি এতেকাফ আদায় হবে? ইমাম সাহেব বলেছেন যেহেতু কেউই একটানা দশ দিন থাকতে রাজি হচ্ছে না তাই এভাবে করলেও চলবে। ২। আরেকটি প্রশ্ন হচ্ছে- যে মেয়েদের প্রিয়ড হওয়ার কারণে সে রোজা রাখা থেকে বিরত থাকছে তার জন্য কি দুপুরে ক্ষুধা নিবারণের জন্য সামান্য নাস্তা বা ভাত খাওয়ার অনুমতি আছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, এভাবে ইতিকাফের সুন্নাত আদায় হবে না। কমপক্ষে একজনকে টানা দশদিন থাকতে হবে।

২। হায়েযা মহিলাদের জন্য দিনে যে কোন সময় খাওয়া দাওয়া জায়েয। সামান্য নয় বরং তাদের প্রয়োজন অনুপাতে পেট ভরে খেতে পারবে। তবে এটা গোপনে করা উচিত। প্রকাশ্যে সকলের সামনে না করা উচিত।

Loading