প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি বিভিন্ন নাপাকী নিয়ে ওয়াসওয়াসায় ভুগি। আমাদের একটি মুদি দোকান আছে। সেখানে ডিম বিক্রি করতে গিয়ে আমাকে বারবার হাত ধুতে হয়। ১। ডিমে লেগে থাকা মুরগির বিষ্ঠা কি নাপাক? ২। আর শুকনো নাপাকী লেগে থাকা ডিম ধরলে কি হাত ধুতে হবে? ৩। হাত ধুতে গিয়ে যদি সে পানির ছিটা কাপড়ে বা গায়ে লাগে তা কি নাপাক হয়ে যাবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, নাপাক।
২। যদি তা হাতে লেগে থাকে এবং ঝাড়া দেওয়া বা মুছার দ্বারা চলে যায় তবে ধৌত করা জরুরী নয়। আর ধরার পর যদি বিষ্ঠার কোন অংশ (শক্ত হওয়ার দরুন) হাতে লেগে না থাকে তবে ধৌত করা বা ঝাড়া দেওয়াও জরুরী নয়।
৩। হাতে উক্ত বিষ্ঠা লেগে থাকলে তা পানি দিয়ে ধৌত করার সময় যে ছিটা পড়ে তা নাপাক। তা কাপড়ে বা শরীরে লাগলে কাপড় বা শরীরও নাপাক হয়ে যাবে।