প্রশ্ন : হযরতের কাছে জানতে ইচ্ছুক, আমার আগের প্রশ্ন এ বেতের নামাযের কথা ছিল না। তাই প্রশ্ন পুনরায় করলামঃ ১। আমি যে মসজিদে তারাবীর নামায পড়ছি সে মসজিদে বিগত ১০ দিন যাবত বেতের নামাযে একই সূরা (অর্থাৎ) (সূরা নাসর, লাহাব, ইখলাস) দিয়ে নামায পড়াচ্ছে হাফেজ ও ইমাম সাহেব। আমার জানার বিষয় হচ্ছে এভাবে নামায পড়লে পরিপূর্ণ সুন্নাত তরীকায় নামায হচ্ছে কি না? যদি না হয় তাহলে তাদেরকে কিভাবে বলা যায় বিষয়টি বুঝিয়ে?
উত্তর :সমস্যা নেই।
প্রিয় দ্বীনী ভাই, প্রশ্নের আধিক্যের কারণে উত্তর দিতে দেরি হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।