প্রশ্ন : আমার বাবা না থাকায় আর উপার্জনক্ষম কেউ না থাকায় আমার পরিবার আমার বোনের জামাইয়ের টাকার উপর নির্ভরশীল। এখন কোনোমতে জানতে পারলাম উনি ইতালিতে যে রে্স্টুরেন্টে কাজ করে সেখানে হারাম খাবার বিক্রি হয় এখন এই অবস্থায় আমার পরিবারের করনীয় কি? কিভাবে হালাল পথে থাকা যায়? এখন আমি কষ্ট করে হলেও পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করব কিন্তু এই চেষ্টা অবস্থায় তার টাকা নেওয়া সম্পর্কেবিধান কি হতে পারে?

উত্তর :

আপনার ভগ্নীপতি কি হারাম খাবার পরিবেশন করেন? নাকি হারাম খাবার অন্যরা পরিবেশন করেন? আর হারাম খাবার কি কি?
এগুলো জানার পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।

Loading