প্রশ্ন : সেদিন সেহরির খাবার শেষ করে যখন দাঁত ব্রাশ করছিলাম তখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বললেন যে সেহরির সময় শেষ। যেহেতু সেহরির সময় শেষ তাই তাড়াতাড়ি ব্রাশ করা শেষ করে গড়গড়ার সহিত কুলি করি। এরপর আমি মুখ থেকে ভালোভাবে পেস্ট সব না যাওয়ায় কিছু থুথু ফেলে তারপর থুথু গিলেছি। এমতাবস্থায় মুহতারামের কাছে আমার প্রশ্ন হলো এই যে, রোযা কি শুদ্ধ হবে?
উত্তর :সেহরির শেষ সময় সাধারণত ক্যালেন্ডারগুলোতে সতর্কতামূলক তিন মিনিট পূর্বে দেওয়া থাকে। মসজিদের ঘোষণাও সেভাবে দেওয়া হয়ে থাকে। এখন ঐদিন মুআজ্জিন সাহেব যদি ঐ সতর্কতামূলক সময়ে এলান করে থাকেন তবে রোযা সহীহ হয়ে গিয়েছে।
উল্লেখ্য যে, রোযা রেখে টুথপেষ্ট দিয়ে দাতঁ মাজা মাকরূহ। টুথপেষ্ট সামান্য পরিমান পেটে গেলে রোযা ভেঙ্গে যাবে।