প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আমার খালু বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। উনার এক স্ত্রী ও দুই পুত্র সন্তান। কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান। মারা যাওয়ার আগে পেনশনের টাকা উত্তোলনের জন্য আমার খালাকে নমিনি বানিয়ে দিয়ে যান। এখন সরকার থেকে প্রায় ষাট লক্ষ টাকা এককালীন পাবেন। এখন এই টাকার মালিক কি শুধু আমার খালাই হবেন নাকি তার দুই সন্তানও অংশীদার হবে? ২। আমার খালা তার মৃত্যু পর্যন্ত খালুর বেতনের একটা অংশ প্রতি মাসে সরকার থেকে পাবেন। এখন এই টাকার মালিক কি শুধু আমার খালাই হবেন নাকি তার দুই সন্তানও অংশীদার হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই, প্রশ্নের উত্তর দিতে দেরি হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। আসলে প্রশ্নের আধিক্যের কারণে উত্তর দিতে দেরি হয়ে যায়।
১। হ্যাঁ, উক্ত পেনশনের টাকায় তার দুই সন্তানও উত্তরাধিকারী সূত্রে অংশীদার হবে।
২। হ্যাঁ, উক্ত টাকার মালিক আপনার খালাই হবেন। এখানে সরকারের মূলনীতিই মূল হিসেবে ধর্তব্য হবে। অর্থাৎ সরকার টাকাটা যাকে দিবে তিনিই মালিক হবেন। আর আমার জানা মতে মাসিক পেনশন সরকার স্বামীর মৃত্যুর পর স্ত্রীকেই দিয়ে থাকে।