প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি ঢাকায় চাকরী করি। আমার বাসা কিশোরগঞ্জ। সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার ঢাকায় অফিস করি। বৃহস্পতিবার অফিস করে কিশোরগঞ্জ চলে যাই। শুক্র শনি কিশোরগঞ্জ থেকে আবার রবিবারে ঢাকায় ফিরে আসি। এখন মুহতারামের নিকট আমার প্রশ্ন আমার ক্ষেত্রে কসর স্ংক্রান্ত মাসআলা কি? ঢাকায় থাকাকালীন সময়ে কি কসর করবো? যাওয়া আসার সময়ে সালাতের ওয়াক্ত হলে কি কসর করতে হবে? জাযাকাল্লাহ

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনি ঢাকায় টানা পনের দিন না থাকা পর্যন্ত ঢাকায় মুসাফির গণ্য হবেন এবং কসর করতে থাকবেন। আর আসা যাওয়ার সময় ঢাকা অথবা নিজ আবাদিতে প্রবেশের পূর্বে রাস্তায় কসর করবেন।

Loading