প্রশ্ন : আসসালামু আলাইকুম।আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে খারাপ চিন্তা মনে আসা কি ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত? আমি ইচ্ছা করে যদিও এই চিন্তা আনি না তবুও মনে হয় হয়ত আমার ই চিন্তা এইগুলা।নামাযেও সমস্যা হয়।আমি খুবই সমস্যার মধ্যে আছি।এই ব্যাপারে আপনাদের সাহায্য প্রত্যাশা করছি।

উত্তর :

নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354
http://muftihusain.com/ask-me-details/?poId=680

Loading