প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার সাথে আমার মামাতো ভাইয়ের বিয়ে পারিবারিক ভাবে ঠিক হয়েছে সামনের বছর। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে আমরা নিজেরা এবছর নিজেরা বিয়েটা করতে চাচ্ছি। এবং সামনের বছর আমার পারিবারিক ভাবে করব। এক্ষেত্রে আমার প্রশ্ন হল, আমরা যখন সামনের বছর বিয়ে করব, তখন কি পরিবারের লোকজন বিয়ের রেজিষ্ট্রেশনের কাগজ তোলার সময় কোন ভাবে জানতে পারবে কি যে আমরা আগে থেকেই বিবাহিত? কারন আমরা কোনভাবেই চাইনা যে আমরা তাদের কাছে ছোট হই অথবা তারা আমাদের কাছে কোন প্রকার কষ্ট পাক। উত্তরের জন্য অগ্রিম ধন্যবাদ।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
এটা তো কাজী সাহেবরা ভালো বলতে পারবেন।
আর পরিবারের অগোচরে এভাবে বিবাহ করা ঠিক হবে না। আপনাদের উচিত অভিভাবকদের বুঝিয়ে এ বছরই বিবাহের ব্যবস্থা করা। অযথা দেরি করা অভিভাবকদের জন্যও উচিত নয়।