প্রশ্ন : আমার মামা এখনো বিবাহ করেনি। তার অনেক সম্পত্তি আছে। যদি কোন কারণে তিনি মারা যান তবে তার সম্মতিতে আমি ভাগিনা হিসাবে কোন অংশ পাবো কি? পেলে কতটুকু পাব?

উত্তর :

আসলে এভাবে বলা মুশকিল। আপনার মামার ইন্তেকালের পর কে কে জীবিত থাকবেন তা জানার পরেই মাসআলা বলা সম্ভব। আপনি যেমনিভাবে তার সম্পদ থেকে পেতে পারেন তেমনিভাবে নাও পেতে পারেন। তাই তার ইন্তেকালের পর ওয়ারিশদের অবস্থা বর্ণনা করে মাসআলা যেনে নিবেন।

Loading