প্রশ্ন : আসসালামু আলাইকুম, খানা খাওয়ার সময় বসার সুন্নাত কি রকম? ১। আসন করে বসা, ২। তাশাহুদ এর মত বসা, ৩। গোলামের কায়দায় বসা (বাথরুমে যেভাবে বসে) ৪। বাম পা তাশাহুদ এর মত আর ডান পা গোলামের কায়দায় বসা, ৫। বাম পা আসন এর মত আর ডান পা গোলামের কায়দায় বসা।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তিন পদ্ধতিতে বসে খানা খাওয়া সুন্নাত
(ক) উভয় হাঁটু তুলে বসা। (সহীহ মুসলিম, হাদীস নং ৫৪৫২; সুনানে বাইহাক্বী, হাদীস নং ১৪৪২৯)
(খ) ডান হাঁটু উঠিয়ে বাম হাঁটুর উপর বসা। (ফাতহুল বারী ৯/৫৪২)
(গ) উভয় হাঁটু মাটিতে বিছিয়ে বসা। (সূনানে আবূ দাউদ, হাদীস নং ৩৭৭৫; শুআবুল ঈমান, বাইহাক্বী, হাদীস নং ৫৮৪৭)

Loading