প্রশ্ন : আমি জানি যে সফর অবস্থায় যদি কেউ তার শহর বা গ্রাম দিয়ে অতিক্রম করে তাহলে সে মুকীম হয়ে যায়। এখন জানার বিষয় হলো কেউ যদি হেলিকপ্টারে তার পাশের থানায় যায় এবং তার গ্রামের উপর দিয়ে হেলিকাপ্টার যায় তাহলে সে মুকীম হবে নাকি মুসাফির হবে? দলীল সহ জানালে ভালো হয়।
উত্তর :এক্ষেত্রে যদি সে কমপক্ষে ৪৮ মাইল পথ অতিক্রম করে উক্ত পাশের থানায় যায় তবে সে মুসাফির গণ্য হবে। নিজের গ্রামের উপর দিয়ে হেলিকপ্টারে গেলে সে মুকীম গণ্য হবে না। বরং মুকীম হওয়ার জন্য জমিন দিয়ে তার নিজ গ্রামে প্রবেশ করা শর্ত।-আদ্দুররুল মুখতার ২/১২৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯