প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। হুজুর হাদীসে আছে যে, অন্যের দোষ গোপন করলে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার দোষ গোপন করবে। হুজুর যদি দোষটা মারাত্মক হয় এবং না বললে অনেক ক্ষতি হয় তাহলে কি গোপন জায়েয হবে? ২। দোষটা যদি এমন মারাত্মক হয় যে আমরা কর্মচারী কিন্তু একজন টাকা চুরী করে। তার দোষ গোপন করলে তো মালিক পথে বসবে, সেক্ষেত্রে কি করবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। যদি কারো মধ্যে এমন কোন দোষ থাকে যে, যার দ্বারা অন্যের ক্ষতি হয় বা কেউ অন্যের ক্ষতি করে বেড়ালে তার ক্ষতি থেকে অন্যদেরকে বাঁচানোর জন্য তার দোষ প্রকাশ করা যায়। অনুরূপভাবে যে ব্যক্তি প্রকাশ্যে কোন গোনাহের কাজ করে তারও (ঐ গোনাহ বা দোষের) গীবত করা বৈধ।
২। এটা মালিককে জানালে গীবত হবে না। বরং মালিককে না বলা খেয়ানতের শামিল।
সূত্রসমূহঃ মিরকাতুল মাফাতীহ ১৪/৯৮ (শামেলা); উমদাতুল কারী ৩০/২২১ (শামেলা)

Loading